‘বাংলার বাড়ি’ নিয়ে দিল্লিতে দরবার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বর্ধমানের প্রসাশনিক বৈঠকে আর কী বললেন

জেলা সফরে বুধবার দুই বর্ধমানের (Bardhawan) প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Must read

দুই বর্ধমানে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আজ বুধবার, প্রশাসনিক বৈঠক ছিল তাঁর। দুপুর দুর্গাপুরে (Durgapur) প্রশাসনিক বৈঠকে প্রতিটি জেলার জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেক ব্লকের বিডিও (BDO)-কে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রতিটি জেলার জেলাশাসকেও ওই প্রশাসনিক বৈঠকে ভার্চুয়ালি (Virtual) উপস্থিত থাকতে বলা হয়। আজ তারা ছিলেন ও।

আরও পড়ুন-বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বেপরোয়া হামলা, গুলিতে খুন তৃণমূল কর্মী

জেলা সফরে বুধবার দুই বর্ধমানের (Burdwan) প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভার্চুয়ালি হাজির ছিলেন সারারাজ্যের প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, গ্রামীণ রাস্তা উন্নয়নে নয়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জোর দেন ই-টেন্ডারে।

আরও পড়ুন-উদয়পুরে শান্তি বজায় রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী-

• যে সব কোল্ড স্টোরেজের অব্যবস্থায় আলু খারাপ হয়েছে, সেই মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা
• সিবিআই অত্যাচার চালাচ্ছে, যাকে পাচ্ছে ডেকে পাঠাচ্ছে
• ৬মাস ধরে ১০০দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র
• যতদিন না কেন্দ্র ১০০দিনের টাকা দিচ্ছে, সরকারি দফতরে জবকার্ড হোল্ডারদের দিয়ে করাতে হবে
• ‘রাজস্থানের বাড়ি’ যদি হতে পারে, তাহলে ‘বাংলার বাড়ি’ নয় কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী
• ‘বাংলার বাড়ি’ নিয়ে দিল্লিতে দরবার করবেন মমতা
• গ্রামীণ রাস্তা তৈরির টাকা দিচ্ছে না কেন্দ্র
• গ্রামীণ রাস্তা ভালো না হলে কেউ ভোট দেবে না
• পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের টাকায় হবে গ্রামীণ রাস্তা
• বালি খাদানে ই-টেন্ডার বাধ্যতামূলক করতে হবে
• ই-টেন্ডার বাধ্যতামূলক হলে রাজস্ব বাড়বে
• বিডিও-রা সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত অফিসে থাকুন
• মিড ডে মিলের খাবার, মা ক্যান্টিনের খাবার DM-SP-রা চেখে দেখুন তার মান কীরকম
• ১৯০ কোটি টাকা খরচ করে নির্মিত বিদ্যাধরী সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
• দুর্গাপুরে একটি বাস টার্মিনাস করে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
• রানিগঞ্জ বাজারে পার্কিং সমস্যা মেটাতে জমি দেবে রাজ্য
• youtube-এ অনেকে কুৎসিত ভাষা প্রয়োগ করে
• স্যোশাল মিডিয়ায় হিংসা ছড়ালে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
• গরিব-মজদুর অধ্যুষিত অঞ্চলে ৫টাকায় ডিমের ঝোল-ভাত দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ
• ধর্মীয় উৎসব ঘিরে কোনও হিংসামূলক ঘটনা যেন না ঘটে সে দিকে নজর রাখতে হবে
• রাস্তা অবরোধ করলে সবার অসুবিধা হয়, লোকে হাসপাতালে যেতে পারে না
• উস্কানিতে পা দেবেন না

Latest article