বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বেপরোয়া হামলা, গুলিতে খুন তৃণমূল কর্মী

সেই সময় স্কুটিতে চেপে মুখ ঢেকে আসে তিন বিজেপি–আশ্রিত দুষ্কৃতী। ভেঙ্কটকে লক্ষ্য করে গুলি চালায় তারা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ভেঙ্কট।

Must read

সংবাদদাতা, খড়্গপুর :‌ মিথ্যাচারের পাশাপাশি বিরোধীদের সন্ত্রাসও চলছে। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা–কর্মীদের ওপর চলেছে হামলা। সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তৃণমূল কংগ্রেস নেতার ওপর রাতের অন্ধকারে গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মী ভেঙ্কট রাওয়ের (৪২)। খড়্গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় মাতা মন্দিরের কাছে রাত ১০টা নাগাদ দাঁড়িয়েছিলেন ভেঙ্কট।

আরও পড়ুন-তৃণমূল নেতার গাড়িতে বোমা

সেই সময় স্কুটিতে চেপে মুখ ঢেকে আসে তিন বিজেপি–আশ্রিত দুষ্কৃতী। ভেঙ্কটকে লক্ষ্য করে গুলি চালায় তারা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ভেঙ্কট। তাঁকে তড়িঘড়ি খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবার জানিয়েছে, ভেঙ্কট একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রবিবারই চেন্নাই থেকে খড়্গপুরে ফিরেছিলেন। তারপরই এই ঘটনা। খবর পেতেই খড়্গপুর টাউন থানার পুলিস গোটা এলাকা ঘিরে ফেলে। হাসপাতালে যান আইসি এবং এসডিপিও দীপক সরকার। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুরপ্রধান প্রদীপ সরকার। দুষ্কৃতীদের কঠোরতম শাস্তির দাবি করেন।

Latest article