প্রতিবেদন : উদয়পুরে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। নূপুর শর্মার মন্তব্য সমর্থনের জেরে কানহাইয়া লাল নামে দর্জিকে নৃশংসভাবে খুন করেছে যে রিয়াজ আখতারি (Udaypur- Riaz Akhtari) এবং ঘোস মহম্মদ, তাদের সঙ্গে বিজেপি নেতৃত্বের ছবি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। আর এরই মাঝে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে উঠে এল বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, তিন বছর আগে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল রিয়াজ (Udaypur- Riaz Akhtari) এবং ঘোস। ২০১৯ সালের একটি ছবিতে দেখা যাচ্ছে, ইরশাদ চেনওয়ালা নামে এক বিজেপি নেতা রিয়াজকে মালা পরাচ্ছেন। ছবিতে মালা পরানোর কথা অস্বীকার করেননি ওই বিজেপি নেতা। জানিয়েছেন, রিয়াজকে মালা পরানোর যে ছবি প্রকাশ হয়েছে সেটা ঠিক। অর্থাৎ তিনি নিজেই রিয়াজকে মালা পরিয়েছিলেন। ইরশাদের দাবি, ২০১৯ সালে রিয়াজ সৌদি আরব থেকে হজ করে ফেরেন। তখন তিনি রিয়াজকে মালা পরে বরণ করেন। ইরশাদ আরও জানিয়েছেন, রিয়াজ মাঝেমধ্যেই বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিত। বিজেপির হয়ে কাজ করার জন্য সে আগ্রহও প্রকাশ করেছিল। যদিও এই ছবি প্রসঙ্গে শনিবার রাজস্থান বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ সাদিক খানের সাফাই, এই ছবি দেখে প্রমাণ হয় না যে রিয়াজ বিজেপির সদস্য। যে কোনও লোক রাজনৈতিক দলের নেতার সঙ্গে ছবি তুলতে পারে। এই ছবি দেখিয়ে এটা বলা যায় না যে, রিয়াজ বিজেপির সদস্য। খুব সম্ভবত রিয়াজ বিজেপির কোনও অনুষ্ঠানে গিয়েছিল। সেখানেই সে দলীয় নেতাদের সঙ্গে ছবি তোলে। আজকের দিনে এই ধরনের ছবি তোলা এবং ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অত্যন্ত সাধারণ ব্যাপার। এদিকে রিয়াজকে মালা পরানোর ছবি প্রকাশ্যে আসতেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। দলের তরফে পবন খেরা বলেছেন, কানহাইয়া লালকে খুনের ঘটনায় যুক্ত দুষ্কৃতী বিজেপির সদস্য। তাই কেন্দ্রের উচিত, এই খুনের যথাযথ তদন্তের দায়িত্ব এনআইএ-এর হাতে তুলে দেওয়া।
আরও পড়ুন: জুবেরের বিরুদ্ধে এই অতিসক্রিয়তা কেন?