সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala)। বিচারপতির অভিযোগ, সোশ্যাল মিডিয়া অর্ধসত্য প্রচার করে। এ ধরনের মিডিয়া ট্রায়াল আদালতের বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। যেভাবে বিচারপতিদের নিশানা করা হচ্ছে সেটা খুবই উদ্বেগের। দু’দিন আগে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। তারপরই নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ায় বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়। রবিবার এক অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া, বিচারপ্রক্রিয়া এবং ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খোলেন বিচারপতি পারদিওয়ালা (JB Pardiwala)। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অর্ধসত্য খবর প্রকাশ করে। কিছু মানুষ এই অর্ধসত্য তথ্যই বিশ্বাস করেন। তাঁরা আইনের শাসন, বিচারপ্রক্রিয়া, তথ্যপ্রমাণ এসব বোঝেন না। মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধেও এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।
আরও পড়ুন: স্তন ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত