শ্যামসারনকে সংবর্ধনা

Must read

শুক্রবার ১০৫ বছর পূর্ণ করলেন শ্যামসারন নেগি (Shyam Saran Negi)। কাটলেন কেক। পরিবারের সদস্যদের সঙ্গে মাতলেন উৎসবে। শতোর্ধ্ব এই মানুষটির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে স্থানীয় প্রশাসনের তরফেও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক শতোর্ধ্ব এই মানুষটির জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। ছিলেন পুলিশ সুপার অশোক রানা, কলপার সহকারী জেলাশাসক শশাঙ্ক গুপ্তা, জেলা পরিষদের সদস্য সারিতা প্রমুখ। প্রশ্ন হল, কে এই শ্যামসারন নেগি? শ্যামসারন (Shyam Saran Negi) হলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার। দেশ স্বাধীন হওয়ার পর প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল ১৯৫১ সালের ২৫ অক্টোবর। গোটা দেশের মধ্যে শ্যামসারন নেগি প্রথম তাঁর নাগরিক অধিকার প্রয়োগ করেছিলেন। এ পর্যন্ত প্রতিটি নির্বাচনেই ভোট দিয়েছেন শ্যামসারন।

আরও পড়ুন: স্পিকার নির্বাচনে জয়ী শিন্ডে শিবির, আজ আস্থাভোট মহারাষ্ট্রে

Latest article