সংবাদদাতা, শিলিগুড়ি : ‘‘পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রান্নার গ্যাস আর ব্যবহার করতে হবে না বরং উনুন দিয়েই কাজ চালাতে হবে। তাই আমরা কীভাবে মহিলারা উনুনে রাঁধবেন তারই প্রশিক্ষণ এই বিক্ষোভ কর্মসূচিতে দিচ্ছি।’’ রান্নার গ্যাসে মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেমে কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করে মন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদ জানালেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা।
আরও পড়ুন-পদ্ম-সদস্যরাই বলছেন জেলা সভাপতি দুর্নীতিবাজ
মহিলাদের পাশে নিয়ে রাস্তায় মাটির পাত্রে রান্না করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী (সমতল) পাপিয়া ঘোষ। ছিলেন সুস্মিতা সেনগুপ্ত ও মহিলা সভানেত্রী জ্যোতি তির্কি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থার মধ্যে ফের রান্নার গ্যাসের ৫০ টাকা দাম বৃদ্ধি । দু’মাসে ১০৩ টাকা গ্যাসের দাম বৃদ্ধি করেছে। বর্তমানে দাম বাড়ানোর পরে গ্যাসের দাম ছুঁয়েছে ১১০০ টাকা। দাম বৃদ্ধির কারণে মহিলাদের রান্নাঘরে আগুন। রাজ্যজুড়ে চলছে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ির মহিলা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাল। সাধারণ মহিলারাও এই প্রতিবাদে এগিয়ে আসেন। ‘উজালার নামে অন্ধকার দিয়েছে কেন্দ্রীয় সরকার’ প্রতিবাদরত মহিলাদের গলায় মেলে এমনই ক্ষোভের সুর।