অভিযোগ মুক্ত ব্লাটার-প্লাতিনি

কিন্তু কাজ শুরু করেও প্রাপ্য পারিশ্রমিক পাননি প্লাতিনি। পরে তিনি জানতে পারেন, ফিফার কিছু পুরনো কর্মী তাঁর অর্থ পেয়েছেন।

Must read

বেলিনজোনা, ৮ জুলাই : আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল শেপ ব্লাটারের বিরুদ্ধে। ফিফার প্রাক্তন সভাপতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা সেই মামলার শুনানি শেষ হল। সুইজারল্যান্ডের আদালতে চলছিল শুনানি। ২২ জুন শুনানি শেষ হয়। রায় বেরোল শুক্রবার। দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্লাটার। তাঁর সঙ্গে অভিযুক্ত ছিলেন ফিফার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা ফরাসি ফুটবলের কিংবদন্তি মিশেল প্লাতিনিও। তিনিও দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত।

আরও পড়ুন-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় উনুনে রান্না, নেতৃত্বে মন্ত্রী

১৭ বছর ধরে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সর্বোচ্চ পদে ছিলেন ব্লাটার। দুর্নীতি, প্রতারণার মামলায় তাঁর সঙ্গী হিসেবে উঠে আসে ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক প্লাতিনির নাম। দু’জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ সালে ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি
টাকা নয়ছয় করেছেন ব্লাটার ও প্লাতিনি। প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন দু’জন। প্লাতিনিকে উয়েফা সভাপতির পদও হারাতে হয়েছিল।

আরও পড়ুন-লন্ডনের রাস্তায় নাচ মহারাজের সৌরভ ৫০

২০১৫ সাল থেকে ফুটবল থেকে নিষিদ্ধ হন ব্লাটার এবং প্লাতিনি। প্রাক্তন ফরাসি অধিনায়ক প্লাতিনিকে উপদেষ্টা করে ফিফায় যোগ দিতে বলেছিলেন ব্লাটার। কিন্তু কাজ শুরু করেও প্রাপ্য পারিশ্রমিক পাননি প্লাতিনি। পরে তিনি জানতে পারেন, ফিফার কিছু পুরনো কর্মী তাঁর অর্থ পেয়েছেন।

Latest article