পদ্ম-সদস্যরাই বলছেন জেলা সভাপতি দুর্নীতিবাজ

বৃহস্পতিবার দলের চার সদস্যকে দল থেকে বরখাস্ত করেছে দল। শুক্রবার সেই চার সদস্য সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে তোপ দাগলেন।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিজেপি যে বিজেপিতেই আছে তা আবারও প্রমাণ হল। বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই ওই সদস্যরা সাংবাদিক বৈঠক করে বললেন, জেলা সভাপতি দুর্নীতিবাজ। বৃহস্পতিবার দলের চার সদস্যকে দল থেকে বরখাস্ত করেছে দল। শুক্রবার সেই চার সদস্য সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেন, ‘‘জেলা সভাপতি নিজের মর্জিমতো দল চালাচ্ছেন। দলের অনুশাসন মানছেন না।’’

আরও পড়ুন-লন্ডনের রাস্তায় নাচ মহারাজের সৌরভ ৫০

তাঁদের অভিযোগ, দল যদি কাউকে বরখাস্ত করে বা বহিষ্কার করলে রাজ্য কমিটির অনুমোদন লাগে। পাশাপাশি দলীয় নিয়ম অনুযায়ী দলের জেলা সভাপতির স্বাক্ষর থাকে। কিন্তু দলের যে প্যাডে তাঁদের বহিষ্কারের কথা বলে সংবাদমাধ্যমকে দেওয়া হয়েছে তাতে কোনও স্বাক্ষর নেই। এমনকী বহিষ্কারের কোনও চিঠিও পাননি তাঁরা। ফলে তাঁরা এই সাসপেনশন মানেন না বলে দাবি করেন বিক্ষুব্ধ সদস্যরা। পাশাপাশি তাঁরা দাবি করেন, এই জেলা সভাপতি বিধানসভা নির্বাচনে ময়নাগুড়িতে তাঁদের দলীয় প্রার্থীকে হারানোর জন্য তাঁদের কর্মীদেরই নির্দেশ দিয়েছিলেন। এবং দলীয় অফিস ভাঙচুর করিয়েছিলেন। জেলা সভাপতি দলে থাকলে দলের ক্ষতি হবে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন-অসুস্থ হয়ে ছত্রধর ভর্তি হাসপাতালে

এই সমস্ত অভিযোগ নিয়ে বিক্ষুব্ধ সদস্যরা রা়জ্য কমিটির কাছে যাবেন বলেও জানিয়েছেন। তিনি দলে থেকে দলের ক্ষতি করছেন বলে জানিয়েছেন সদ্য দল থেকে বরখাস্ত হওয়া তথা দলের প্রাক্তন জেলা সহ সম্পাদক অলোক চক্রবর্তী। আরেক বরখাস্ত হওয়া প্রাক্তন জেলা কমিটির এক্সিকিউটিভ সদস্য অনুপ পাল জানান, বাপি গোস্বামীর অনৈতিক কাজে তিনি শামিল না হওয়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি দলের নিয়ম না মেনে এই ধরনের কাজকর্ম করছেন। বিষয়টি নিয়ে তাঁরা রাজ্য কমিটির সঙ্গে যোগাযোগ করছেন।

Latest article