বেনজির৷ শনিবার জনতার দখলে চলে যায় শ্রীলঙ্কার (Sri Lanka Economic Crisis) প্রেসিডেন্ট–প্যালেস৷ জনতার রোষ থেকে প্রাণে বাঁচতে কলম্বোর বাসভবন ছেড়ে পালালেন দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷ উত্তাল জনতা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে বিক্ষোভ দেখাল। প্রেসিডেন্ট–প্যালেসের সুমিংপুলও আমজনতার দখলে চলে যেতে দেখা গেল৷ নৌবাহিনীর বিশেষ জাহাজে প্রেসিডেন্ট পালিয়েছেন বলে খবর৷
আরও পড়ুন: জুবেরকে আইনি ফাঁসে জড়াতে মরিয়া বিজেপি
রাজধানী কলম্বোয় কারফিউ উপেক্ষা জনতার৷ বিক্ষোভকারীরা রেল কর্তৃপক্ষকে বাধ্য করল ট্রেন চালাতে৷ জনতাকে ছত্রভঙ্গ করতে আপ্রাণ চেষ্টা পুলিশ–প্রশাসনের৷ আহত শতাধিক বিক্ষোভকারী৷
দেশের অচলাবস্থা দূর করতে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে৷ গোতাবায়ার পদত্যাগের দাবিতে চাপ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের৷ সর্বদলীয় সরকার গঠনের তোড়জোড়৷
১৫ জুলাই পর্যন্ত বন্ধ শ্রীলঙ্কার (Sri Lanka Economic Crisis) সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান৷ বিখ্যাত ক্রিকেটার রোশন মহানামা ও সনৎ জয়সূর্য প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানালেন৷