তেরেসা, ১১ জুলাই : মেয়েদের বিশ্বকাপ হকির কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন অধরা ভারতীয় দলের। রবিবার ভারতীয় সময় গভীর রাতে স্পেনের কাছে ০-১ গোলে হেরে শেষ আটের দৌড় থেকে ছিটকে গেলেন সবিতা পুনিয়ারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের শেষ মুহূর্তে (৫৭ মিনিটে) স্পেনের হয়ে জয়সূচক গোলটিক করেন মার্তা সেগু। মঙ্গলবার নবম স্থানের ম্যাচে কানাডার মুখোমুখি হবেন সবিতারা।
আরও পড়ুন-ভুয়ো আইপিএল ফেঁদে প্রতারণা
খেলার শুরু থেকেই ভারতীয় মেয়েদের দেখে মনে হয়েছে তাঁরা স্নায়ুচাপে ভুগছেন। তবুও ৮ মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল ভারত। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য গা-ঝাড়া দিয়ে উঠেছিল ভারত। কয়েকটি পেনাল্টি কর্নারও আদায় করে নিয়েছিলেন ভারতীয়রা। কিন্তু স্প্যানিশ গোলকিপার মেলানি গার্সিয়া ছিলেন দুর্ভেদ্য। পাল্টা আক্রমণ শানিয়েছিল স্পেনও। কিন্তু সবিতা তিন কাঠির নিচে সতর্ক থাকায় কোনও বিপদ ঘটেনি। একটা সময় মনে হয়েছিল ম্যাচ গড়াবে পেনাল্টি শ্যুটআউটে। কিন্তু ৫৭ মিনিটে জয়সূচক গোল তুলে নেয় স্পেন। ক্লারা ইয়াকার্টের জোরালো হিট বাঁচিয়ে দিয়েছিলেন সবিতা। কিন্তু ফিরতি বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি মার্তা সেগু। শেষ তিন মিনিটে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল ভারত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।