একুশে জুলাই ধর্মতলা চলো-র ডাক দিয়ে এই প্রথমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি (TMCP) ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ব্যানার, পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু কেন এই পোস্টার, ব্যানার লাগানো হয়েছে? প্রশ্ন তুলে এগুলি খুলে ফেলার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এরপরই টিএমসিপির (TMCP) পক্ষ থেকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বামপন্থী ছাত্র সংগঠনের ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ খুলে ফেলার দাবি জানানো হয়েছে। এই দাবি জানিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ডিনকে চিঠিও দিয়েছেন। টিএমসিপির প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক প্রান্তিক চক্রবর্তী জানিয়েছেন, এভাবে যদি বারবার বাধা দেওয়া হয়, তাহলে টিএমসিপিও ছাত্রদের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিরোধ করবে।