প্রতিবেদন : যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। বিমানটি দিল্লি থেকে ভাদোদরা যাচ্ছিল। দিল্লি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে সমস্যা দেখা দেয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমানটি জয়পুরে জরুরি অবতরণ করে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।
আরও পড়ুন-বাচ্চারা পারলে বিচারপতিরা পারবেন না কেন?
এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ফ্লাইট ৬-ই-৮৫৯ উড়ানটি দিল্লি থেকে ভাদোদরা যাচ্ছিল। মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় উড়ানটি তড়িঘড়ি জয়পুরে অবতরণ করে। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত ও নিরাপদে আছেন। ওই বিমানের যাত্রীদের অন্য একটি বিমানে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি স্পাইসজেটের বিমানে এধরনের একের পর এক সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক তদন্তে ডিজিসিএ জানতে পারে, প্রবল আর্থিক সমস্যায় ভুগছে স্পাইসজেট। যে কারণে ঠিকমতো বিমানের রক্ষণাবেক্ষণও হচ্ছে না। ওয়াকিবহাল মহলের মতে, লো কস্ট এয়ারলাইন্সের যুগে উড়ান সংস্থাগুলি ভাড়া কমিয়ে দিচ্ছে। যার প্রভাব পড়ছে বিমান রক্ষণাবেক্ষণে। সে কারণেই বিমানে একের পর এক ত্রুটি ধরা পড়ছে।