লন্ডন, ১৭ জুলাই: সফর শেষে দেশে ফিরছেন না বিরাট কোহলি। ইংল্যান্ডে থেকেই সপরিবারে মাস খানেকের ছুটি কাটাবেন প্রাক্তন ভারত অধিনায়ক। স্ত্রী, কন্যা বিরাটের সঙ্গেই রয়েছেন। লন্ডনে পরিবারের সঙ্গে যোগ দেবেন বিরাটের মা-ও। আগামী এক মাস ক্রিকেট থেকে সম্পূর্ণ দূরে থাকতে চাইছেন বিরাট। যাতে অগাস্টের শেষে এশিয়া কাপে একেবারে তরতাজা হয়ে ফিরতে পারেন তিনি। রানে ফিরতে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকাটা তাঁর দরকার বলেই ঘনিষ্ঠমহলে নাকি জানিয়েছেন বিরাট।
আরও পড়ুন-টি-২০ ক্রিকেটকে বিদায় তামিমের
ব্যাটে রান না থাকায় তাঁকে নিয়ে নানা কথা হচ্ছে। তাঁর খারাপ ফর্ম নিয়ে নিরন্তর কাটাছেঁড়া চলেছে। বিশেষজ্ঞদের একাংশ সীমিত ওভারের ক্রিকেট থেকে বিরাটকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছে। আবার অনেকেই কঠিন সময়ে বিরাটের পাশে দাঁড়িয়েছেন। প্রাক্তন ভারত অধিনায়ক অবশ্য সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না। বরং যাঁরা পাশে দাঁড়াচ্ছেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন বিরাটের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন। তাঁদের পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি বিরাট।
অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ জানিয়েছেন, টি-২০ ক্রিকেট বিরাটের লক্ষ্যে বিঘ্ন ঘটিয়েছে। তাঁর কথায়, ‘‘বিরাট যখন শুরু করেছিল তখন টেস্ট ও ওয়ান ডে-তে নিশ্চয় একটা লক্ষ্য স্থির করেছিল। এখন টি-২০ ক্রিকেটের রমরমায় টেকনিক নিয়ে সাবধানি হতে গিয়েই মনে হয় বিরাটের টার্গেট কোনওভাবে ধাক্কা খেয়েছে।’’