এশিয়া কাপ সরতে পারে আমিরশাহিতে

ছয় দলীয় টুর্নামেন্টে ভারত ছাড়াও অংশগ্রহণ করবে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জনকারী একটি দল।

Must read

নয়াদিল্লি, ১৭ জুলাই: অর্থনৈতিক সঙ্কট, রাজনৈতিক অস্থিরতার জেরে অশান্ত শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র থেকে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সরে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশকে বিকল্প ভেনু হিসেবে তৈরি রাখা হলেও সব দিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজন করার ভাবনাচিন্তা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলছেন এসিসি কর্তারা।

আরও পড়ুন-লন্ডনে থেকেই ছুটি কাটাবেন কোহলি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি’সিলভা রবিবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এশিয়া কাপ সরতে পারে দ্বীপরাষ্ট্র থেকে। তিনি বলেছেন, ‘‘খুব সম্ভবত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আমিরশাহীতে। তবে টুর্নামেন্টের সূচিতে কোনও পরিবর্তন হবে না।’’ প্রসঙ্গত, ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা চলার কথা শ্রীলঙ্কায়। টি-২০ বিশ্বকাপ সামনে থাকায় এবারের এশিয়া কাপও হবে ছোট ফরম্যাটে।

আরও পড়ুন-টি-২০ ক্রিকেটকে বিদায় তামিমের

ছয় দলীয় টুর্নামেন্টে ভারত ছাড়াও অংশগ্রহণ করবে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জনকারী একটি দল। কয়েক দিন আগেও এশিয়া কাপ আয়োজন করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ দেশে ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার পরিস্থিতি আরও অবনতি হয়। অবরোধ, বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র।

Latest article