প্রতিবেদন : দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার নিজের রাজনৈতিক আনুগত্যের প্রমাণ রেখেছিলেন পাক পাঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার দোস্ত মহম্মদ মাজারি। ভোটে হার সত্ত্বেও অবৈধভাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পুত্র হামজা শাহবাজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন মাজারি।
আরও পড়ুন-গোয়ায় বেআইনি পানশালা চালাচ্ছেন স্মৃতি ইরানির মেয়ে, অভিযোগ কংগ্রেসের
শনিবার দেশের সুপ্রিম কোর্টকেও বুড়ো আঙুল দেখালেন পাক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মাজারি। দেশের শীর্ষ আদালত এদিন দুপুর আড়াইটার সময় মাজারিকে সশরীরে হাজিরার নির্দেশ দিলেও সেই নির্দেশ তিনি অমান্য করেন। তাঁর এই দুঃসাহসে চটেছেন সে দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। শুক্রবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদের জন্য ভোটাভুটি ঘিরে এক ন্যক্কারজনক পরিস্থিতি তৈরি হয়। ভোটে পরাজয় সত্ত্বেও দেশের বর্তমান প্রধানমন্ত্রীর পুত্র হামজা শাহবাজকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন মাজারি। সেই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন পরাজিত প্রার্থী চৌধুরী পারভেজ এলাহী। দেশের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে ওই আবেদনের শুনানি শুরু হয়েছে।