গোয়ায় বেআইনি পানশালা চালাচ্ছেন স্মৃতি ইরানির মেয়ে, অভিযোগ কংগ্রেসের

অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র পবন খের বলেছেন, স্মৃতি ইরানির মেয়ে নকল লাইসেন্স বের করে গোয়ায় পানশালা চালাচ্ছেন।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোইশ ইরানির বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠল। কংগ্রেস অভিযোগ করেছে, গোয়ায় একটি অবৈধ পানশালা চালাচ্ছেন স্মৃতির মেয়ে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত, অবিলম্বে স্মৃতিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা। এ ঘটনায় সংশ্লিষ্ট পানশালাটির বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠিয়েছে গোয়ার আবগারি দফতর। তবে স্মৃতি তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। স্মৃতির মেয়ের আইনজীবী কিরাত নাগরা বলেছেন, তাঁর মক্কেল সিলি সোলস গোয়া পানশালার মালিক নন। এমনকী, তিনি এই পানশালার দৈনন্দিন কাজের সঙ্গেও কোনওভাবে যুক্ত নন। তাই তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভুয়ো। তাঁর মক্কেল কোনও শোকজ নোটিশও পাননি। সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগ প্রকাশ হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। স্মৃতি ইরানির গায়ে কালি ছেটাতেই এ ধরনের অভিযোগ করা হয়েছে। কোনও কথার সত্যতা যাচাই না করে কারও সম্পর্কে কিছু বলা কখনওই উচিত নয়।

আরও পড়ুন-হঠাৎই ছন্দপতন, ঋষিকে টপকে এগিয়ে লিজা ট্রুজ বলছে সমীক্ষা

অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র পবন খের বলেছেন, স্মৃতি ইরানির মেয়ে নকল লাইসেন্স বের করে গোয়ায় পানশালা চালাচ্ছেন। লাইসেন্সটা যাঁর নামে বের করা হয়েছে তিনি বর্তমানে মৃত। ২০২১ সালে ওই ব্যক্তি মারা গিয়েছেন। কিন্তু স্মৃতির মেয়ে ২০২২ সালে তাঁর নামে লাইসেন্স বের করেছেন। ১৩ মাস আগে মৃত্যু হওয়া এক ব্যক্তির নামে কীভাবে লাইসেন্স বের করা যায়? পবন ওই শোকজ নোটিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একইসঙ্গে পবন দাবি করেছেন, যে আধিকারিক ওই নোটিশ জারি করেছেন কর্তৃপক্ষের চাপে তাঁকে বদলি করা হচ্ছে।

আরও পড়ুন-তালিবানি ফতোয়া

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, সংবাদপত্র চালানোর একটি মহৎ কাজ। কিন্তু পানশালা চালানো কখনওই মহৎ কাজ নয়। স্মৃতির প্রভাব ছাড়া বেআইনিভাবে তাঁর মেয়েকে পানশালা চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে এটা কি মানা যায়? আমরা জানতে চাই, কার মদতে এই দুর্নীতি হল। বিভিন্ন মহল থেকে সমালোচনার চাপে পড়ে শনিবার মুখ খুলেছেন স্মৃতি। তিনি বলেছেন, কংগ্রেস তাঁর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমার মেয়ের বয়স মাত্র ১৮। অথচ তার বিরুদ্ধেও ওরা কুৎসা করতে ছাড়ছে না। আসলে ওর একমাত্র দোষ হল, ওর মা রাহুল ও সোনিয়া গান্ধীর ৫ হাজার কোটি টাকার দুর্নীতি সামনে এনেছে।

Latest article