হঠাৎই ছন্দপতন, ঋষিকে টপকে এগিয়ে লিজা ট্রুজ বলছে সমীক্ষা

ঋষি ইতিমধ্যেই ১১৮ জন সদস্যের সমর্থন পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে ইউগভের সমীক্ষায় কিছুটা এগিয়ে রয়েছেন লিজা

Must read

প্রতিবেদন : আচমকাই বদলে গেল চিত্রপট। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে প্রায় প্রতিটি রাউন্ডে এগিয়ে থেকেও শেষ বেলায় পিছিয়ে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ইউগভ নামে এক সমীক্ষক সংস্থা জানিয়েছে, শেষ পর্বে লড়াইটা যথেষ্ট জমজমাট হতে চলেছে। দুই প্রতিদ্বন্দ্বী কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ঠিক তেমনই শেষ রাউন্ডে এসে ঋষিকে অনেকটাই পিছনে ফেললেন লিজা ট্রুজ।

আরও পড়ুন-তালিবানি ফতোয়া

ব্রিটেনের ইন্টারনেট ভিত্তিক অন্যতম সমীক্ষক সংস্থা হল ইউগভ। কনজারভেটিভ পার্টির রাজনৈতিক নেতাদের মতামত নেওয়ার পর সংস্থাটি দাবি করেছে, দলের ৬২ শতাংশ পরবর্তী প্রধানমন্ত্রী পদে লিজাকে সমর্থন করছেন। ঋষির পিছনে রয়েছে ৩৮ শতাংশের সমর্থন। ৭ জুলাই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন বরিস জনসন। নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভোটাভুটির প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি। তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন এ বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল।

আরও পড়ুন-মাঙ্কিপক্সের সংক্রমণ

প্রধানমন্ত্রী হতে গেলে কনজারভেটিভ পার্টির এক-তৃতীয়াংশ অর্থাৎ ১২০ জন আইনসভার সদস্যের সমর্থন প্রয়োজন। ঋষি ইতিমধ্যেই ১১৮ জন সদস্যের সমর্থন পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে ইউগভের সমীক্ষায় কিছুটা এগিয়ে রয়েছেন লিজা। তারা বলছে, শেষ দফায় লিজা নাকি এগিয়ে গিয়েছেন। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল জানা যাবে। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে সেটা ওই দিন স্পষ্ট হবে।

Latest article