প্রতিবেদন : গত কয়েক মাস ধরে ভয়াবহ জ্বালানি সঙ্কট চলছে শ্রীলঙ্কায়। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে, একাধিক বিমান সংস্থা তাদের উড়ান সংখ্যা কমিয়ে দিয়েছে। বেশ কয়েকটি উড়ান সংস্থা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। উড়ান পরিষেবা থমকে পড়ায় দ্বীপরাষ্ট্রের পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। স্বাভাবিকভাবেই কমেছে আয়। তবে এতদিন জ্বালানি সঙ্কটের কারণে দেশের উড়ান পরিষেবায় তেমন কোনও প্রভাব পড়েনি। রাজনৈতিক অস্থিরতার কারণে অধিকাংশ সংস্থা তাদের উড়ানের সংখ্যা কমিয়ে দিয়েছিল।
আরও পড়ুন-প্রধানমন্ত্রী হলে চিনের বিরুদ্ধে ব্যবস্থা : ঋষি
কিন্তু বর্তমানে জ্বালানি সঙ্কটের কারণে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একাধিক বিমান সংস্থা তাদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নিতে শুরু করেছে। উড়ান পরিষেবা ব্যাহত হওয়ায় বড় মাপের ক্ষতির মুখে পড়েছে দ্বীপরাষ্ট্রের পর্যটন শিল্প। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে শ্রীলঙ্কা মন্ত্রিসভা দ্রুত তেল আমদানির সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানেও সমস্যা। কারণ দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গিয়েছে।