প্রধানমন্ত্রী হলে চিনের বিরুদ্ধে ব্যবস্থা : ঋষি

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি চিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক

Must read

প্রতিবেদন : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি চিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। রবিবার এক প্রচার সভায় নিজের এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে চিনকে দেশ ও বিশ্বের নিরাপত্তার জন্য এক নম্বর হুমকি বলেও মন্তব্য করেন সুনক। সম্প্রতি এক প্রচার সভায় ব্রিটিশ বিদেশমন্ত্রী লিজ ট্রুস অভিযোগ করেন, চিন ও রাশিয়ার প্রতি ঋষি যথেষ্টই দুর্বল।

আরও পড়ুন-বন্দুকবাজের হামলায় লস অ্যাঞ্জেলেসে মৃত ২

ট্রুসের এই অভিযোগের প্রেক্ষিতেই সুনক চিনের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। এর আগে ব্রিটেনের এক সংবাদমাধ্যম দাবি করে, দেশের প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে ঋষিই একমাত্র প্রার্থী যাঁর ব্রিটেন-চিন সম্পর্কের উন্নয়ন নিয়ে স্পষ্ট এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রয়েছে। বরিস জনসনের উত্তরাধিকারী হওয়ার দৌড়ে থাকা লিজ ট্রুসকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম পাল্টা বলেছে, সুনকের মতো কেউই এভাবে চিনের সমর্থন চাইবে না।

Latest article