প্রতিবেদন: রবিবার প্রকাশিত হয়েছে আইএসসি পরীক্ষার ফলাফল। তার আগে গত শুক্রবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের ফল। কিন্তু এর অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে এ রাজ্যের উচ্চমাধ্যমিকের ফল। সেই ফলাফল প্রকাশিত হওয়ার কিছুদিন পর থেকেই রাজ্যের কলেজগুলিতে স্নাতকস্তরের ভর্তি-প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বেশির ভাগ কলেজেই গোটা জুলাই মাস ধরে এই ভর্তি-প্রক্রিয়া চলবে বলেই জানা গিয়েছে। কয়েকটি কলেজে ভর্তি-প্রক্রিয়া অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
আরও পড়ুন-কাজ দেখার নামে নজরদারি
ফলে কেন্দ্রীয় বোর্ড থেকে পাশ-করা পড়ুয়াদের ভর্তি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কোভিড ও লকডাউনের জেরে এবার অনেক বোর্ডের পরীক্ষাই শেষ হয়েছে অনেক দেরিতে। এর জেরে ফলাফল প্রকাশেও দেরি হয়েছে। এই পরিস্থিতি বুঝে আগেভাগে ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। কিছুদিন আগে ইউজিসির তরফে দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি চিঠি পাঠানো হয়।
আরও পড়ুন-মনোজকে নিয়ে গান
চিঠিতে অনুরোধ জানান হয়, সিবিএসই ও আইএসসি-র ফলাফল ঘোষণার পরই যেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি স্নাতকস্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করে। ইউজিসির অনুরোধ মেনে কলেজগুলি এবার তাই ভর্তি-প্রক্রিয়া অপেক্ষাকৃত দীর্ঘ করেছে। যাতে পরে ফলাফল প্রকাশিত হলেও কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়ারা ভর্তি হতে সমস্যায় না পড়েন। এরই মধ্যে দুই কেন্দ্রীয় বোর্ডের ফলাফল প্রকাশিত হওয়ায় সোমবার থেকে ওই পড়ুয়ারাও ভর্তির আবেদন জানাতে পারবেন। প্রতিবারের মতো ভর্তি-প্রক্রিয়ায় পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি। তবে প্রশাসনের নির্দেশ মেনে এবার কোথাও কোনও হেল্প ডেস্ক করা হয়নি। পাশে থেকেই পড়ুয়াদের সাহায্য করছে তাঁরা।