কাজ দেখার নামে নজরদারি

একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ নানা প্রকল্পে সেরার শিরোপা পেয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকই সেই স্বীকৃতি দিয়েছে।

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যে নয়। বরং বাংলায় কাজ দেখতে এল কেন্দ্রীয় দল। যদিও এ রাজ্যে একাধিক প্রকল্প কেন্দ্রীয় সরকারের বিচারে প্রথম, দ্বিতীয় স্থান দখল করেছে। কোনও কোনও প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবার কাজের অগ্রগতি দেখার নামে নজরদারি চালাতে দল পাঠাল কেন্দ্রীয় সরকার। স্মরণকালের মধ্যে কেন্দ্রের তরফে বাংলায় এরকম দল পাঠানোর নজির নেই। একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। বারবার চিঠি পাঠিয়ে এমনকী দিল্লি গিয়ে দরবার করেও মেলেনি সেই বরাদ্দ।

আরও পড়ুন-মনোজকে নিয়ে গান

তা সত্ত্বেও একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ নানা প্রকল্পে সেরার শিরোপা পেয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকই সেই স্বীকৃতি দিয়েছে। অথচ এবার কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যে বিশালায়তন প্রতিনিধি দল পাঠাল মোদি সরকার। আগামী প্রায় এক মাস ধরে ৪৫ সদস্যের ওই প্রতিনিধি দল রাজ্যের ১৫টি জেলায় বিভিন্ন প্রকল্পের হালহকিকত খতিয়ে দেখবেন বলে রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রের খবর। প্রকল্পের কাজে নজরদারি নয়, আদতে স্থানীয় প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করতে আর সব জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন প্রশাসনের একাংশ।

Latest article