প্রতিবেদন : দায়িত্ব নেওয়ার পরই রাজ্যে শিল্পের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দুপুরে হুগলির উত্তরপাড়ায় একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিটাগড় ওয়াগন লিমিটেডের উদ্যোগে উত্তরপাড়ায় গড়ে উঠছে আধুনিকমানের কোচ ও ওয়াগন তৈরির একটি প্রকল্প। সংস্থার তরফে জানানো হয়েছে, টিটাগড় ওয়াগনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে তারা।
আরও পড়ুন-পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে জুড়ে দেওয়া হবে বিভিন্ন হস্তশিল্পের স্টল: মুখ্যসচিব
উত্তর ২৪ পরগনার টিটাগড়ে সংস্থার নিজস্ব ইউনিট রয়েছে। সেই কারখানারই একটি নতুন ইউনিট গড়ে উঠছে উত্তরপাড়ায়। সেখানে তৈরি হবে আধুনিকমানের কোচ ও ওয়াগন। সেই সঙ্গে এই ইউনিটে মেট্রো রেলেন নতুন পরিকাঠামো তৈরি হবে বলেও জানা গিয়েছে। উত্তরপাড়ার এই অনুষ্ঠান থেকে এদিন ভার্চুয়ালি দক্ষিণ ২৪ পরগনায় ফলতায় এই সংস্থার একটি হেলিকপ্টার তৈরির ইউনিটেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। উদ্বোধনের মঞ্চ থেকে তিনি রাজ্যের শিল্প ও কর্মসংস্থান নিয়েও নতুন কী বার্তা দেন তার দিকে তাকিয়ে সংশ্লিষ্টমহল। এই উপলক্ষে এদিন দুপুরে হুগলিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি এই নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। ভার্চুয়ালি আরও কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন-প্রয়াত ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী আসার আগে মঙ্গলবার গোটা এলাকা পরিদর্শন করেন স্থানীয় পুরপ্রধান দিলীপ যাদব। পরিদর্শনের পর তিনি বলেন, মোটরগাড়ি কারখানার দৌলতে হিন্দমোটর ছিল আমাদের গর্ব। এবার সেই হিন্দমোটরেই মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের রাজ্যের শিল্পে নতুন পালক যোগ হতে চলেছে। তিনি ছাড়াও এদিন এলাকা পরিদর্শন করেন চন্দননগরের পুলিশ কমিশনারও।