প্রতিবেদন : ফের সামনে চলে এল রাজ্য বিজেপি নেতৃত্বের সিদ্ধান্তহীনতা। মিলছে না কর্মী-সমর্থক। দলের অন্দরেই মতবিরোধ। তাই ভয় পেয়ে ফ্লপ শো রুখতে মঙ্গলবার হঠাৎই বন্ধ হয়ে গেল রাজ্য বিজেপির কালীপুজো। এর আগে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে কালীপুজো আয়োজনের কথা ঘোষণা করেছিল বঙ্গ বিজেপি।
আরও পড়ুন-বঙ্গাল উচ্চারণ করবেন না মোদি-শাহকে তোপ রূপার
জানা গিয়েছিল, আগামী ২৮ জুলাই কলকাতায় দলের সদর দফতর মুরলীধর সেন লেনে কালীপুজো করবে বিজেপি। শুরু হয়ে গিয়েছিল তার প্রস্তুতিও। কিন্তু শেষ মুহূর্তে কালীপুজোর সিদ্ধান্ত বাতিল করল গেরুয়া শিবির। পুজো বাতিল করলেও এর জন্য কোনও জুতসই কারণ জানানো হয়নি। এরই মধ্যে রাজ্য বিজেপির একাংশের দাবি, নতুন করে আর কোনও বিতর্ক জড়াতে চায় না গেরুয়া শিবির। তাই কালীপুজো থেকেই সরে এল তারা। এদিকে ওইদিনই ২৮ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে কলকাতায় মিছিলের ডাক দিয়েছে বিজেপি।