বঙ্গাল উচ্চারণ করবেন না মোদি-শাহকে তোপ রূপার

শুধুই ভুলভাল তথ্য এবং বিরামহীন ভিত্তিহীন অভিযোগের বন্যা বইয়ে দিতে গিয়ে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন তাঁরা।

Must read

প্রতিবেদন : দলের বহিরাগত নেতাদের মুখে ‘বঙ্গাল’ উচ্চারণে তীব্র আপত্তি বিজেপির প্রাক্তন রাজ্যসভা সদস্য রূপা গঙ্গোপাধ্যায়ের। দলের সাংগঠনিক বৈঠকে বেশ কড়া ভাষাতেই তাঁর এই আপত্তির কথা জানিয়ে দিয়েছেন তিনি। রীতিমতো সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য নেতৃত্বকে। বলেছেন, ‘বঙ্গাল’ নামে আদৌ কোনও রাজ্য নেই। রূপার এই সতর্কবার্তার নিশানা নিঃসন্দেহে মোদি-অমিত শাহও। কারণ, তাঁদের মুখে বাংলার বিকৃত উচ্চারণ শুনে অত্যন্ত বিরক্ত বঙ্গবাসী। ঠিক এই কথাটাই চাঁচাছোলা ভাষায় সাংগঠনিক বৈঠকে মনে করিয়ে দিলেন দলের প্রাক্তন সাংসদ।

আরও পড়ুন-স্বনির্ভর গোষ্ঠীকে আরও স্বনির্ভর করার উদ্যোগ

স্মরণ করা যেতে পারে, ২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতা দখলের লোভে দিল্লি-উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যের ছোট-বড়-মাঝারি গেরুয়া নেতারা ভিড় জমিয়েছিলেন এখানে। শুধুই ভুলভাল তথ্য এবং বিরামহীন ভিত্তিহীন অভিযোগের বন্যা বইয়ে দিতে গিয়ে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন-জেলায় বিদ্যুৎ ব্যবস্থা দেখতে ইঞ্জিনিয়াররা

বাংলার বিকৃত উচ্চারণ করে এই বহিরাগত নেতারা শুধুমাত্র নিজেদের উপহাসের পাত্রই করে তোলেননি, ‘বঙ্গাল’ কথাটা রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলার আমজনতার কাছে। মুখের উপর যোগ্য জবাবও পেয়েছেন বাংলার ক্ষমতা দখলের খোয়াব দেখা মোদি-অমিত শাহ।

Latest article