সংবাদদাতা, শিলিগুড়ি : মহকুমা পরিষদের সভাধিপতি হিসেবে শপথ নিলেন অরুণ ঘোষ। একইসঙ্গে মঙ্গলবার সহকারী সভাধিপতি হিসেবে দায়িত্বভার বুঝে নেন রুমা রেশমি এক্কা। শপথ নিয়েই মহকুমা পরিষদ এলাকার উন্নয়নের রোড ম্যাপ তৈরি করলেন সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন, ‘‘সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করব। শিলিগুড়ি মহকুমা পরিষদ উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত। তাই বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা থেকে নিকাশি ব্যবস্থা, জঞ্জাল অপসারণ থেকে সবরকম উন্নয়নের দিকেই নজর দেওয়া হবে।’’
আরও পড়ুন-সংসদে সরব তৃণমূল
পাশাপাশি জমি মাফিয়াদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা বলে জানিয়ে দেন তিনি। প্রথমবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বরাবর বামেদের গড় হিসেবে পরিচিত ছিল শিলিগুড়ির গ্রাম অঞ্চল। সেই লাল মাটিতে ঘাসফুল ফুটিয়ে এখন উন্নয়নই পাখির চোখ। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও সহ-সভাপতি রুমা রেশমি এক্কাকে শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক। ছিলেন জেলাশাসক এস পুন্নাবালাম, শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বুলুচিক বরাইক। তবে শপথগ্রহণ অনুষ্ঠান মাটিগাড়া ব্লকে হলেও তারপরে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে শিবমন্দির স্কুল মাঠে। ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ও চেয়ারম্যান অলোক চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, যুব সভাপতি কুন্তল রায়।