বার্সেলোনা, ২৬ জুলাই : বার্সেলোনায় স্মরণীয় প্রত্যাবর্তন ঘটাতে পারেন লিওনেল মেসি। এমনই দাবি ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার। ক্যাম্প ন্যু ছেড়ে গত বছর ফরাসি ক্লাব পিএসজি-তে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সূত্রের খবর, পুরনো ক্লাবে ফিরতে মুখিয়ে আছেন মেসি। বন্ধু তথা বার্সেলোনার বর্তমান কোচ জাভি ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তাকে বলেছেন, মেসিকে ন্যু ক্যাম্পে ফেরানোর চেষ্টা করতে।
আরও পড়ুন-বাল্যবিবাহ রোধে উদ্যোগ স্বাস্থ্য দফতরের
‘ঘরের ছেলে’-কে ফেরাতে তৎপর হয়ে উঠেছেন বার্সা প্রেসিডেন্ট। ইএসপিএনে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, ‘‘আমি মনে করি, বার্সেলোনায় মেসি অধ্যায় শেষ হয়ে যায়নি। এখানে মেসিই ছিল সব কিছু। আমাদের দায়িত্ব সেই অধ্যায়কে ফিরিয়ে আনার। রাস্তা এখনও খোলা রয়েছে, বন্ধ হয়ে যায়নি। এই ক্লাবে মেসির শেষটা যাতে সুন্দর হয়, সেটাই আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই সুন্দর মুহূর্তটা আসুক ক্যাম্প ন্যুতে।’’ বার্সা প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘‘বার্সায় ও (মেসি) সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়। সব থেকে দক্ষ ফুটবলার। আমার মনে হয়, এখানে একমাত্র জোহান ক্রুয়েফের সঙ্গে ওর তুলনা হতে পারে। ক্লাব একটি প্রতিষ্ঠান। তা খেলোয়াড় এবং কোচেরাই আসল। তাদের সম্মান দেওয়াটা আমাদের দায়িত্ব।’’