বাল্যবিবাহ রোধে উদ্যোগ স্বাস্থ্য দফতরের

সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে সেই বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ রোধের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শতাধিক স্কুল পড়ুয়াকে নিয়ে।

Must read

সংবাদদাতা, মালদহ : বাল্যবিবাহ রোধে বিশেষ উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। রাজ্যের প্রত্যেকটি স্কুলেই নিয়ম করে চলবে সচেতনতামূলক শিবির। মঙ্গলবার চাঁচল-১ ব্লক স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল স্কুলগুলিতে শিবির করে। ২১ বছরের নিচে মা হলে কী ধরনের শারীরিক সমস্যা হতে পারে তা নিয়ে ছাত্রীদের বোঝান চাঁচল ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আধিকারিকরা। সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে সেই বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ রোধের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শতাধিক স্কুল পড়ুয়াকে নিয়ে।

আরও পড়ুন-চালু হবে সিল্ক পার্ক

ছিলেন চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালের নোডাল অফিসার শুভাশিস বড়ুয়া, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক, চাঁচল থানার এসআই প্রদীপ সরকার প্রমুখ। পাশাপাশি এদিন পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ি গৌরচন্দ্র গার্লস হাইস্কুলে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই কর্মশালায় অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন মালদহ চক্রের মাধ্যমিক বিদ্যালয় অবর পরিদর্শক ভরত ঘোষ সহ আরও অনেকে।

Latest article