লভলিনার ট্যুইটের জের, কোচকে ভিলেজে প্রবেশের ছাড়পত্র

সোমবার লভলিনার বিস্ফোরক ট্যুইটের পরই নড়েচড়ে বসে জাতীয় বক্সিং সংস্থা এবং ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)। আসরে নামে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

Must read

বার্মিংহাম, ২৬ জুলাই : সোমবারই জাতীয় বক্সিং সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় মহিলা বক্সার লভলিনা বরগোঁহাই। ট্যুইটে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর দুই কোচকে কমনওয়েলথ গেমস ভিলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি। পদকের লক্ষ্যে প্রস্তুতিতে নেমে তিনি মানসিক হেনস্তার শিকার হচ্ছেন। তাঁর প্রস্তুতি ব্যাহত হচ্ছে। ট্যুইটের ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার লভলিনার অন্যতম কোচ সন্ধ্যা গুরুংকে গেমস ভিলেজে প্রবেশের অনুমতি দেওয়া হল।

আরও পড়ুন-বার্সায় মেসি অধ্যায়শেষ হয়নি, দাবি লাপোর্তার

সোমবার লভলিনার বিস্ফোরক ট্যুইটের পরই নড়েচড়ে বসে জাতীয় বক্সিং সংস্থা এবং ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)। আসরে নামে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কেন্দ্রের জরুরি বার্তা পাওয়ার পর মঙ্গলবারই লভলিনার কোচ সন্ধ্যা গুরুংয়ের অ্যাক্রেডিটেশনের ব্যবস্থা করা হয়। সংবাদসংস্থাকে সন্ধ্যা বলেন, ‘‘আমি কমনওয়েলথ গেমসের জন্য অ্যাক্রেডিটেশন হাতে পেয়েছি। গেমস ভিলেজে প্রবেশের ক্ষেত্রে কোনও সমস্যা রইল না।’’ প্রসঙ্গত, লভলিনার ট্যুইটের পরই পাল্টা ট্যুইটে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়, ভারতীয় বক্সারের কোচের জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেন অ্যাক্রেডিটেশনের ব্যবস্থা করা হয়।

Latest article