কমনওয়েলথে নেই নীরজ, কুঁচকির চোটে কাবু নায়ক

কিন্তু সদ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী নীরজ ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক সংস্থাকে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে বার্মিংহামে খেলা সম্ভব নয়

Must read

নয়াদিল্লি, ২৬ জুলাই : আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। কুঁচকির চোটে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার বার্মিংহামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে ভারতীয় পতাকা বহন করার কথা ছিল তাঁর। কিন্তু সদ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী নীরজ ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক সংস্থাকে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে বার্মিংহামে খেলা সম্ভব নয়। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নীরজের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব নয়। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাঁর কুঁচকিতে চোট লেগেছিল। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি সরে দাঁড়ালেন।’’

আরও পড়ুন-লভলিনার ট্যুইটের জের, কোচকে ভিলেজে প্রবেশের ছাড়পত্র

প্রসঙ্গত, ২৪ বছর বয়সি নীরজ বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন কুঁচকিতে চোট পান। রুপো পাওয়ার পর তিনি নিজেই জানিয়েছিলেন, জ্যাভলিন ছোঁড়ার সময় তাঁর কুঁচকিতে টান লাগছিল। এছাড়া দৌড়াতে গেলেই যন্ত্রণা অনুভব করছিলেন। নীরজ আরও জানিয়েছিলেন, আরও একবার ডাক্তারি পরীক্ষার পরেই চোট কতটা গুরুতর তা বোঝা যাবে। জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত এক মাস বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলার।

আরও পড়ুন-বার্সায় মেসি অধ্যায়শেষ হয়নি, দাবি লাপোর্তার

এদিকে, নীরজের ছিটকে যাওয়া ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। ২০১৮ কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন। সে বছর এশিয়ান গেমসেও সোনা পেয়েছিলেন নীরজ। এবার তাঁর সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বার কমনওয়েলথ সোনা জয়ের। কিন্তু চোট সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। একই সঙ্গে ধাক্কা খেল ভারতের পদক জয়ের স্বপ্নও।

Latest article