আন্তর্জাতিক বাঘ দিবসে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস (International Tiger Day)। ২০১০ সাল থেকে প্রতি বছর ২৯ জুলাই দিবসটি বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক বাঘ দিবস হিসেবে। বর্তমানে বিশ্বের ১৩টি দেশে বাঘ টিকে রয়েছে‌। এই দিবসে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “রয়েল বেঙ্গল টাইগারের দেশ থেকে, আন্তর্জাতিক বাঘ দিবসে (International Tiger Day) সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
আমাদের বনকর্মীরা বাঘ সংরক্ষণ ও রক্ষা করতে এবং পরিবেশকে সুরক্ষিত করতে অক্লান্ত পরিশ্রম করছে। আমার আন্তরিক শুভেচ্ছা।”

 

জানা গিয়েছে, সুন্দরবনে গত চার বছরে বাঘের সংখ্যা ১০৬ থেকে বেড়ে বর্তমানে ১১৪টি হয়েছে। অর্থাৎ চার বছরে বাঘ বেড়েছে ৮টি। ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে ১ হাজার ৫৯টি বাঘ হারিয়েছে দেশ৷ ‘বাঘের রাজ্য’ হিসেবে পরিচিত মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যায় বাঘের মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

Latest article