রাজস্থানে ভেঙে পড়ল যুদ্ধ বিমান, মৃত ২

Must read

রাজস্থানের বারমেরের ভিমদার কাছে ভেঙে পড়ল যুদ্ধ বিমান মিগ ২১ (MiG 21 Crash in Rajasthan) বাইসন। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় বিমানে থাকা দু’জন পাইলটের মৃত্যু হয়েছে। ভিমদা গ্রামে প্রায় অর্ধেক কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় জেলাশাসক, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকেরা। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই দুর্ঘটনা প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রাজস্থানের উতরলাই বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করে দুই আসন বিশিষ্ট মিগ-২১ (MiG 21 Crash in Rajasthan) যুদ্ধবিমানটি। রাতে ৯টা ১০ মিনিট নাগাদ বারমের জেলায় দুর্ঘটনার সম্মুখীন হয় বিমানটি। দুই চালকই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। ঘটনায় শোকপ্রকাশ করেছে আইএএফ, শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

এর আগেও বায়ুসেনার এই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল রাজস্থানের সুরাতগড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে যাওয়া এই বিপর্যয়ে সেবার কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন পাইলট। এর পরে ফের মার্চ মাসে ভেঙে পড়ে আরও একটি মিগ ২১ বাইসন। সেটিও নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। এর পরে মে মাসেই ফের ঘটে বড় দুর্ঘটনা। ভেঙে পড়েছিল বায়ুসেনার আরও একটি মিগ ২১ বাইসন যুদ্ধবিমান। পাঞ্জাবের মোগার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

Latest article