প্রতিবেদন : ফের বিপত্তি দুই বেসরকারি যাত্রিবাহী উড়ানে। একদিকে যেমন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান, সেইসঙ্গে মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হয় স্পাইসজেটের একটি বিমান। বিমানবন্দর সূত্রে খবর, ওড়ার ঠিক আগে অসমের জোরহাটে রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি। তারপরেই বিমানটির চাকা রানওয়ের পাশের জমির কাদায় আটকে যায়। বরাতজোরে রক্ষা পান যাত্রীরা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে অসমের জোরহাট বিমানবন্দরে। এদিকে বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে স্পাইসজেটের একটি বিমানকে রওনা হওয়ার ঠিক আগেই আটকে দেয় বিমান বন্দর কর্তৃপক্ষ। জানানো হয়েছে সতর্কতামূলক ব্যবস্থার কারণে ওই বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন-৪০০০ আসনের স্টেডিয়াম সাকোয়াঝোরা
অসমের জোরহাটে দুর্ঘটনায় পড়া ইন্ডিগোর বিমানে ৯৮ জন যাত্রী ছিলেন। তবে যাত্রীরা সকলেই নিরাপদ ও সুরক্ষিত আছেন। যদিও ঘটনার পরই বিমানযাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। ঘটনার জেরে বাতিল করতে হয় কলকাতাগামী ৬ এফ- ৭৫৭ বিমানটি। ওই যাত্রীদের কলকাতা ফেরার জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন-পর্যটনে বন-লাগোয়া জমি এবার লিজে
অন্যদিকে বৃহস্পতিবার মুম্বইয়ে স্পাইসজেটের একটি বিমানকে রওনা হওয়ার ঠিক আগে আটকে দেওয়া হয়। সর্তকতা জারি থাকার কারণেই ওই বিমানটিকে আটকে দেওয়া হয় বলে খবর। যদিও বিমানের নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা ছিল না বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। স্পাইসজেটের বিমান কিউ-৪০০ মুম্বই বিমানবন্দর থেকে গুজরাতের কান্ডালা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে সময়ে ওই বিমানটিকে কান্ডালা না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি স্পাইসজেটের একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে ঠিক একদিন আগেই সংস্থাকে একাধিক নির্দেশ মেনে চলতে বলে ডিজিসিএ। যার মধ্যে আগামী আট সপ্তাহের জন্য ওই সংস্থাকে অর্ধেক বিমান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিজিসিএ জানিয়েছে, স্পাইসজেটের প্রতিটি বিমানের উপরেই কড়া নজরদারি চালানো হবে।