বার্মিংহাম, ১ অগাস্ট : অচিন্ত্য শিউলি সোনা জিতলেও হতাশ করলেন কমনওয়েলথ গেমসে বাংলার আরেক মুখ প্রণতি নায়েক। জিমন্যাস্টিক্সের ভল্ট বিভাগের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন প্রণতি। উসকে দিয়েছিলেন পদকের আশা। কিন্তু সোমবার ফাইনালে মোট ১২.৬৯৯ পয়েন্ট স্কোর করে পঞ্চম স্থানে শেষ করেন প্রণতি।
আরও পড়ুন-দেউলপুরের বাড়িতে উৎসব, পাশে দাঁড়ানোর আশ্বাস বিওএ সভাপতির
এদিকে, মেয়েদের লন বল ইভেন্টের ফাইনালে উঠে নজির গড়ল ভারত। সোমবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ১৬-১৩ ব্যবধানে হারিয়ে দেয় লাভলি চৌবে, পিঙ্কি, নয়নমণি শইকিয়া ও রূপা রানিকে নিয়ে গড়া ভারতীয় দল। তাঁদের সামনে এবার সোনা জয়ের হাতছানি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল।
পাশাপাশি ছেলেদের বক্সিংয়ের ফ্লাইওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের অমিত পাঙ্গাল। তিনি প্রতিদ্বন্দ্বী ভানুয়াতুর নামরি বেরিকে ৫-০ পয়েন্টে উডি়য়ে দেন। অমিতের পাশাপাশি ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আরেক ভারতীয় বক্সার মহম্মদ হুসামুদ্দিন। অন্যদিকে, ভারোত্তোলনের ৮১ কেজি বিভাগে অল্পের জন্য পদক হাতছাড়া করলেন ভারতের অজয় সিং। তিনি চতুর্থ স্থানে শেষ করেন।
আরও পড়ুন-স্বনির্ভর গোষ্ঠীর টাকা চুরি, তদন্তে সিআইডি
এদিকে, মেয়েদের টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে গিয়েছে গতবারের সোনাজয়ী ভারত। হারের পরেই বিতর্ক তাড়া করেছে টিটি দলকে। জানা গিয়েছে, মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে মেয়েদের কোচ অনিন্দিতা চক্রবর্তী দলের সঙ্গে ছিলেন না। তাঁর পরিবর্তে কোচিং করান পুরুষ দলের কোচ এস রমন।