দুর্ঘটনায় তদন্তের নির্দেশ, আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রী অরূপ, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

হাসপাতালের বেডে থাকা প্রত্যেক আহতদের কাছে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি আহতদের পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জল্পেশ যাওয়ার পথে গাড়িতে শর্টসার্কিটে মৃত্যু হয়েছে ১০  পুণ্যার্থীর (devotee)। গুরুতর আহত হয়ে হাসাপাতালে ১৬ জন। রবিবার মধ্যরাতে এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছান মন্ত্রী অরূপ বিশ্বাস। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন-পঞ্চম স্থানে শেষ করলেন প্রণতি

হাসপাতালের বেডে থাকা প্রত্যেক আহতদের কাছে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি আহতদের পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন। মন্ত্রীর সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিনই তিনি কোচবিহারের যাওয়ার জন্য রওনা হন। মঙ্গলবার মন্ত্রী শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। হাতে তুলে দেবেন আর্থিক সাহায্য। হাসপাতাল থেকে বেরিয়ে মন্ত্রী দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য নির্দেশ দেন পুলিশ আধিকারিকদের। মেখলিগঞ্জে যান পুলিশের ডিআইজি সি সুধাকর। ডিআইজি মেখলিগঞ্জ থানায় বৈঠকে বসেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Latest article