প্রতিবেদন : নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লার (Coach Laxmi Ratan Shukla) তত্ত্বাবধানে আসন্ন মরশুমের প্রস্তুতি শুরু করে দিল বাংলা। নতুন মরশুমের জন্য ৪১ জনের প্রাথমিক দল ঘোষণা করা হলেও বুধবার প্রথম দিন ৩২ জন ক্রিকেটার ছিলেন অনুশীলনে। মনোজ তিওয়ারি, মুকেশ কুমার, আকাশদীপরা ব্যক্তিগত কারণে শহরে না থাকায় অনুশীলনে ছিলেন না। শুরুতে ঘণ্টাখানেক ফিজক্যাল ট্রেনিং। তার পর টানা পাঁচ ঘণ্টা মোট ছ’টি নেটে ঘাম ঝরালেন বঙ্গ ক্রিকেটাররা।
আরও পড়ুন: রোনাল্ডোর আচরণে বিরক্ত ম্যান ইউ কোচ
বোলার এবং ব্যাটারদের জন্য আলাদা ট্রেনিং সূচি তৈরি করে দিয়েছিলেন নতুন কোচ। বর্ষাকালে মাঠে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই সিএবি-র ইন্ডোর এবং ইডেনের ‘কে’ ব্লকের গ্যালারির নীচে নেটে অনুশীলন করেন বোলার এবং ব্যাটাররা। গতির সঙ্গে মানিয়ে নিতে প্লাস্টিক বল এবং ভেজা টেনিস বলেও অনুশীলন করেন অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররা। কোচ লক্ষ্মী (Coach Laxmi Ratan Shukla) জানালেন, এভাবেই আপাতত অনুশীলন চলবে। নতুন দায়িত্ব প্রসঙ্গে লক্ষ্মী বললেন, ‘‘কাজটা নতুন হলেও জায়গাটা নতুন নয়। আমি তো এখানেই ছিলাম।’’ মরশুম শুরু হতে আরও মাস দেড়েক বাকি। লক্ষ্মী বলেন, ‘‘এখন বিশেষ কিছু করতে চাই না। প্রাথমিক ব্যাপারগুলোর উপর জোর দিতে চাই।’’
আরও পড়ুন: বড় জয় ডায়মন্ড হারবারের
কোচ লক্ষ্মীর সাফল্য নিয়ে আশাবাদী সৌরাশিস। বললেন, ‘‘লক্ষ্মী খুব ভাল কোচ। খেলোয়াড় জীবনে প্রচণ্ড পরিশ্রমী ছিল। কোচ হিসেবেও তাই। আমাদের দু’জনের লক্ষ্য, দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া।’’