আনন্দের আবীর হেমতাবাদে

Must read

সংবাদদাতা, হেমতাবাদ : মুখ্যমন্ত্রীর নতুন মন্ত্রী সভায় জায়গা পেলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন (Satyajit Burman)। বুধবার রাজভবনে প্রতিমন্ত্রী হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় আবির খেলার পাশাপাশি মিষ্টি মুখ করানো হয়। কর্মী সমর্থকদের আশা সত্যজিৎবাবু (Satyajit Burman) মন্ত্রী হওয়ায় উত্তর দিনাজপুর জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সত্যজিৎবাবু-সহ এবারে উত্তর দিনাজপুর জেলায় মোট দু’জন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হলেন। ব্যবসায়ী সত্যজিৎবাবু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদেও আসীন রয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে হেমতাবাদ আসনে বিজেপি হেবিওয়েট প্রার্থী চাঁদিমা রায়কে হারিয়ে জয় পেয়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়। কয়েকদিন আগে সত্যজিৎ বাবুর জায়গায় চেয়ারম্যান করা হয় কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা শচীন সিংহ রায়কে। এরপরই এদিন তিনি প্রতিমন্ত্রী পদে শপথ নেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন, উচ্ছ্বাসের মিছিল দিনহাটায়

Latest article