ভারোত্তোলনে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত

Must read

বার্মিংহাম : চলতি কমনওেলথ গেমসে ভারোত্তোলন থেকে আরও একটি পদক পেল ভারত। বুধবার পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত সিং (Lovepreet Singh)। সব মিলিয়ে তিনি ৩৫৮ কেজি ওজন তুলে তৃতীয় স্থানে শেষ করেন। এই বিভাগে সোনা ও রুপো পেয়েছেন যথাক্রমে ক্যামেরুনের জুনিয়র পেরিসেলিক্স এবং সামোয়ার জ্যাক ওপেলগে।

আরও পড়ুন: রোনাল্ডোর আচরণে বিরক্ত ম্যান ইউ কোচ

এদিন স্ল্যাচ ইভেন্টের শুরুতে ১৫৭ কেজি ওজন তোলেন লভপ্রীত (Lovepreet Singh)। দ্বিতীয় এবং তৃতীয়বারের চেষ্টায় তিনি তোলেন যথাক্রমে ১৫৭ ও ১৬১ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে প্রথমে ১৮৫ কেজি ওজন তোলার পর, দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১৮৯ কেজি। তৃতীয়বার লভপ্রীত ১৯২ কেজি ওজন তুললেও, তাঁর পদক নিশ্চিত ছিল না। কিন্তু অস্ট্রেলিয়ার ভারোত্তোলক জর্জ জ্যাকসন নিজের তৃতীয়বারের চেষ্টার ২১১ কেজি ওজন তুলে ব্যর্থ হলেও লভাপ্রীতের ব্রোঞ্জ পাকা হয়ে যায়। এদিকে, মেয়েদের জুডোর ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতের তুলিকা মান। এছাড়া ছেলেদের বক্সিংয়ের ৫৫ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন মহম্মদ হুসামুদ্দিন। মেয়েদের বক্সিংয়ের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক পাকা করেছেন নীতু গংঘাসও।

Latest article