প্রতিবেদন : ভয়াবহ আগুন লাগল থাইল্যান্ডের এক নাইট ক্লাবে। বৃহস্পতিবার রাতের এই আগুনে পুড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভরতি আছেন ৪১ জন। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ ও প্রশাসনের আশঙ্কা, এই ঘটনায় নিশ্চিতভাবেই মৃতের সংখ্যা আরও বাড়বে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন-এইমসে নিয়োগে দুর্নীতি বিজেপিরই
পুলিশ জানিয়েছে, ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ আচমকাই চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ রূপ নেয়। ভয়ঙ্কর আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত অবস্থায় হাসপাতালে ভরতি আছেন ৪১ জন। যার মধ্যে বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের প্রস্তুতি ঝাড়গ্রামে
চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই জানিয়েছেন, রাত ১টা নাগাদ তাঁরা মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গেই দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ঘটনাস্থলে জীবন্ত দগ্ধ হয়ে ১৩ জনের মৃত্যু হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। মৃত ও আহতরা সকলেই তাইল্যান্ডের বাসিন্দা। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে। এমনকী, নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার সময় ওই নাইট ক্লাবে কমপক্ষে ৮০ জন উপস্থিত ছিলেন।