এইমসে নিয়োগে দুর্নীতি বিজেপিরই

কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগের জল গড়াল আদালত পর্যন্ত। বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

Must read

প্রতিবেদন : কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগের জল গড়াল আদালত পর্যন্ত। বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী সুজিত চক্রবর্তী এইমসের নিয়োগ-দুর্নীতিতে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, মেয়ে মৈত্রী দানাকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। নেপথ্যে প্রভাব খাটিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। এরই প্রেক্ষিতে এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কাছে নথি তলব করল হাইকোর্ট।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের প্রস্তুতি ঝাড়গ্রামে

লক্ষণীয়, নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। বাঁকুড়ায় বিজেপি বিধায়কের বাড়িতে গিয়ে গোয়েন্দা আধিকারিকরা দু’বার জিজ্ঞাসাবাদ করেছেন বিধায়ক নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রী দানাকে। জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে বিধায়ককেও। গত এপ্রিলেই কল্যাণী এইমসে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি পেয়েছিলেন মৈত্রী। প্রশ্ন ওঠে এই নিয়োগ নিয়ে। নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই তিনি এই চাকরি পেয়েছেন বলে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন এক চাকরিপ্রার্থী। অভিযোগ উঠেছে বিজেপিরই আর এক বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর নিয়োগকে কেন্দ্র করেও। হরিণঘাটার বিধায়ক এক্ষেত্রে তাঁর প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ। বেআইনি নিয়োগে জড়িত থাকার অভিযোগে সব মিলিয়ে মোট ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরই ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। নদিয়ায় হরিণঘাটার বিধায়কের বাড়িতেও পৌঁছে যান গোয়েন্দারা।

আরও পড়ুন-সংসদ হোক বা বসতি, জনতার বিরোধিতা গুঁড়িয়ে দেবে বুলডোজার

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত জানতে চায় সিআইডি তদন্ত কতদূর এগিয়েছে, তদন্তে কী কী তথ্য উঠে এসেছে। ১৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যকে সেই রিপোর্ট পেশ করতে হবে আদালতে। মামলাকারী যেহেতু সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন, সেই কারণে জানতে চাওয়া হয়েছে এই কেন্দ্রীয় এজেন্সির বক্তব্যও।

Latest article