১০০ কোটির উন্নয়ন পঞ্চায়েত এলাকায়

মালদহ শহর থেকে ২৩ কিমি দূরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থিত কালিয়াচক ১নং ব্লক। ১৪টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত

Must read

সংবাদদাতা, মালদহ : উন্নয়নকে তুলে ধরল কালিয়াচক ১নং পঞ্চায়েত সমিতি। রাস্তা, বৈদ্যুতীকরণ, পানীয় জল, জলাধার, নিকাশি ব্যবস্থা, কবরস্থানের প্রাচীর, শৌচালয়, কর্মতীর্থ-সহ একাধিক উন্নয়নমূলক কাজের জন্য এখনও পর্যন্ত ১০০ কোটি টাকা খরচ করেছে। এককথায় এই উন্নয়ন একটা মডেল। যা জেলার ইতিহাসে বিরল নজির সৃষ্টি করেছে। মালদহ শহর থেকে ২৩ কিমি দূরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থিত কালিয়াচক ১নং ব্লক। ১৪টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।

আরও পড়ুন-সিলেবাস শেষ করতে ছুটির দিনও ক্লাস প্রাথমিকে

জনসাধারণের দাবিকে গুরুত্ব দিয়ে উন্নয়ন চলছে দ্রুতগতিতে। ইতিমধ্যেই ব্লক জুড়ে ৪৫ কিমি ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে। নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে ১০ কিমি ড্রেন তৈরি হয়েছে। ১৬ হাজার মানুষ পেয়েছে বাংলা আবাস যোজনা। ভাতা পেয়েছে দু হাজার মানুষ। ৩টি কর্মতীর্থ, ৩টি জলাধার, ৩টি কালভার্ট, ৩টি শৌচালয়, স্কুল ঘর ২১টি, ১৪টি শিশুশিক্ষা কেন্দ্র, ২৩টি কবরস্থানের প্রাচীর ও ২০টি মুরগির ফার্ম নির্মাণ করেছে কালিয়াচক ১ নং পঞ্চায়েত সমিতি। যা এককথায় রেকর্ড।

Latest article