প্রতিবেদন : ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। সেই হিসাব অনুযায়ী প্রায় মাস ছয়েক ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছ পুতিন বাহিনী। এই যুদ্ধে এ পর্যন্ত ৭০ থেকে ৮০ হাজার রুশসেনা হতাহত হয়েছে। এমনটাই দাবি করল পেন্টাগন। অন্য দিকে, ইউক্রেনের সেনাবাহিনীর দাবি ছিল, এখনও পর্যন্ত ৪২,২০০ রুশ সেনার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-সংকটে নেপাল
কলিন কাল নামে পেন্টাগনের এক শীর্ষকর্তা সোমবার জানান, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনাবাহিনীর প্রকৃত হতাহতের সংখ্যা কত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এটা নিশ্চিত যে, অন্তত ৭০-৮০ হাজার সেনা হতাহত হয়েছেন। যদিও হতাহতের সঠিক সংখ্যা কমবেশি হতেই পারে। মিলিটারি টাইমস নামে একটি সংবাদমাধ্যমেও একই দাবি করেন তিনি। এই যুদ্ধে রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতি হলেও এখনও মস্কোর তরফে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া যায়নি।