প্রতিবেদন : মানুষের মধ্যে ম্যালেরিয়া, কলেরা, ডেঙ্গু এবং অ্যানথ্রাক্স-সহ পরিচিত কয়েকশো সংক্রামক রোগের অর্ধেকেরও বেশির কারণ বন্যা, তাপপ্রবাহ এবং খরার মতো জলবায়ুর বিপদগুলি। এক আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক জার্নাল ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ (Nature Climate Change) এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে।
গবেষকরা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ ও পরীক্ষা করে দেখেছেন, ৩৭৫ টি সংক্রামক রোগের মধ্যে ২১৮টি বা ৫৮ শতাংশ রোগের জলবায়ু পরিবর্তনের সঙ্গে কোনও না কোনওভাবে যোগ আছে। ৯টি রোগ জলবায়ু ঝুঁকির কারণে হ্রাস পেয়েছে এবং ৫৪টি রোগের বৃদ্ধি এবং হ্রাস উভয়ই জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে। দেখা গিয়েছে, ১০ ধরনের চরম আবহাওয়ার কোনও একটির কারণে সংক্রমণ ছড়িয়েছে। জলবায়ু (Nature Climate Change) সংক্রান্ত বিপদের কারণে অসুস্থ ব্যক্তিদের মধ্যে ১০০৬ জনকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছে।
আরও পড়ুন: মহড়ার আড়ালে কি যুদ্ধের প্রস্তুতি?
বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে, কিছু কিছু ক্ষেত্রে মুষলধারে বৃষ্টি এবং বন্যায় রোগ বহনকারী মশা, ইঁদুর এবং হরিণের মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে পড়ে।৮৫ সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এবং তাপপ্রবাহ যা সামুদ্রিক খাবার এবং আমাদের অন্যান্য খাদ্যকে দূষিত করে। তীব্র খরার কারণে বাদুড়ের মাধ্যমেও সংক্রমণ ছড়ায়। গবেষণাপত্রের সহ-লেখক ও উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর জোনাথন প্যাটজ বলেছেন, জলবায়ুর পরিবর্তন হলে এইসব রোগের ঝুঁকিরও পরিবর্তন হবে। ইমোরি বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ কার্লোস ডেল রিও বলেছেন, এই গবেষণার ফলাফলগুলি ভয়ঙ্কর। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এই গবেষণায় স্পষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপর্যয় হবে তা রোধ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।