আলোর পালতোলা নৌকায় মুগ্ধ মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : নবনির্মিত মোহনবাগান (Mohun Bagan) তাঁবুর রোশনাইয়ে মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে তাঁবুর ভিতর সিলিং থেকে যে আলোর পালতোলা নৌকা ঝুলছে তা দেখে খুব ভাল লেগেছে মুখ্যমন্ত্রীর।

গত দু’তিন বছর ধরে মোহনবাগান ক্লাবের পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। আধুনিক ড্রেসিংরুম, অত্যাধুনিক জিমন্যাসিয়াম, মেডিক্যাল রুম, গেমিং রুম, মিডিয়া সেন্টার, ক্যাফেটেরিয়া– এসব তাঁবুর বাইরের অংশ। কিন্তু পুরনো ক্লাব তাঁবুর খোলনলচে বদলে যে ঝাঁ চকচকে রূপ দেওয়া হয়েছে তা-ও চোখ টানতে বাধ্য।

আরও পড়ুন: অগ্নিপুরুষ হেমচন্দ্র কানুনগো ধর্মীয় গোঁড়ামির বিরোধী ছিলেন

নতুন ভাবে সংস্কার হওয়া সবুজ-মেরুন তাঁবুতে ক্লাব পদাধিকারী বা অফিস বেয়ারারদের ঘরের চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে। তাঁবুর অন্যতম আকর্ষণ ট্রফি ক্যাবিনেট। আস্ত একটা ইতিহাস শোভা পাচ্ছে সেখানে। যা এদিন চোখ টেনেছে মুখ্যমন্ত্রীরও। আগে ছিল না প্যান্ট্রি। নতুন তাঁবুতে তা রয়েছে। তবে মূল আকর্ষণ আলোর পালতোলা নৌকা। যা দেখে এদিন মুগ্ধ মুখ্যমন্ত্রী (Mohun Bagan- Mamata Banerjee)। ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, “আলোর পালতোলা নৌকাগুলো দেখে খুব ভাল লেগেছে দিদির। আমাদের ঘরগুলোও ঘুরে দেখেছেন। তবে ওই নৌকাগুলো দেখে বললেন, দারুণ হয়েছে। আমরাও খুব খুশি দিদির প্রশংসা পেয়ে। ঐতিহ্যে ভরসা রেখে আধুনিকীকরণ করতে পেরেছি।” মুখ্যমন্ত্রী তাঁবুর উদ্বোধন করলেন। বাকি রইল চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের প্রধান প্রবেশদ্বার এবং ভিআইপি ব্লকের উদ্বোধন। এছাড়াও কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে ক্রীড়া গ্রন্থাগার এবং হেরিটেজ লন তৈরির কাজ।

Latest article