মুম্বই, ১১ অগাস্ট : এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের পর তিন সপ্তাহের ছুটিতে যান বিরাট। বিদেশে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। কয়েক দিন জিমে সময় কাটানোর পর বৃহস্পতিবার থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের এমসিএ ইন্ডোর অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটি ভিডিওতে বিরাটকে ইন্ডোর নেটে দৌড়তে দেখা গিয়েছে।
আরও পড়ুন-ইডেনে বসে ঘোষণা নাইটদের সহকারী কোচের, বাংলার ক্রিকেটার নিয়ে আলাদা করে ভাবি না
সূত্রের খবর, তিনি নেটে ব্যাটিংও শুরু করেছেন। দীর্ঘ অফ ফর্ম কাটিয়ে তিনি রানের খরা কাটাতে পারবেন কি না, সে দিকেই নজর থাকবে বিরাটের ভক্তদের। এদিকে, বৃহস্পতিবারই বোর্ডের ফিটনেস টেস্টে পাস করলেন কেএল রাহুল। এর পরেই বিসিসিআই জানিয়ে দেয়, আসন্ন জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন রাহুল। তিন ম্যাচের একদিনের সিরিজে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। পূর্ব ঘোষিত অধিনায়ক শিখর ধাওয়ান সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, এশিয়া কাপ খেলতে ২০ অগাস্ট দুবাই রওনা হবে ভারতীয় দল। বিসিসিআই সূত্রে খবর, তার আগে বেঙ্গালুরুর এনসিএ-তে বাধ্যতামূলক ফিটনেস টেস্ট দিতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।