ভারতের আপত্তি উড়িয়ে শ্রীলঙ্কায় আসছে চিনা নজরদারি জাহাজ

Must read

প্রতিবেদন : ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরেই নোঙর করতে চলেছে বিতর্কিত চিনা জাহাজ ইউয়ান ওয়াং-৫ (Yuan Wang 5)। শনিবার চিনা জাহাজকে নোঙর করার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সরকার। সংবাদ সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

চিনের দাবি, গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার হয় এই জাহাজ। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, এই জাহাজের মাধ্যমে নজরদারির কাজ চলে।
ভারত মহাসাগরে নিজেদের শক্তি বাড়াতে এই মুহূর্তে মরিয়া চিন। পাশাপাশি শ্রীলঙ্কাতেও নিজেদের প্রভাব উত্তরোত্তর বাড়িয়ে চলেছে শি জিনপিংয়ের দেশ। সে কারণেই বেজিং শ্রীলঙ্কার বন্দরে ইউয়ান ওয়াং ৫’-কে (Yuan Wang 5) পাঠাচ্ছে। তাই এই নজরদারি জাহাজের উপস্থিতি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে ভারত।

আরও পড়ুন: লেখকের উপর হামলার নিন্দায় বিশ্ব

১১ অগাস্ট ওই চিনা জাহাজের হামবানটোটা বন্দরে আসার কথা ছিল। কিন্তু ভারতের তীব্র আপত্তিতে কলম্বো বেজিংকে জাহাজের আগমন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে বলে। কিন্তু শ্রীলঙ্কার বন্দরমন্ত্রী নির্মল পি সিলভা শনিবার জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের ছাড়পত্র মেলায় ১৬ থেকে ২২ অগাস্ট পর্যন্ত চিনের বিতর্কিত জাহাজটি হামবানটোটায় থাকবে।

Latest article