সংবাদদাতা, ঝাড়গ্রাম : শনিবার খেলা দিবস পালন হল জঙ্গল মহলে। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ও গোপীবল্লভপুর থানা এদিন খেলা দিবস পালন করে। নয়াগ্রাম, গোপীবল্লভপুর-১ নম্বর ব্লক, জামবনি-ঝাড়গ্রাম ব্লক, সাঁকরাইল-গোপীবল্লভপুর-২ নম্বর ব্লক, বিনপুর-লালগড়ের প্রতিদ্বন্দ্বী ফুটবল দল নিয়ে নিয়ে হল খেলা দিবস পালন। শনিবার গোপীবল্লভপুরের বর্গিডাঙা মাঠে আয়োজন করা হল একটি ফুটবল টুর্নামেন্টের।
আরও পড়ুন-নিশ্ছিদ্র নিরাপত্তায় ঝাড়গ্রাম
শনিবার বিকালে গোপীবল্লভপুর ও নয়াগ্রাম ফুটবল দল অংশগ্রহণ করে। এদিন ফুটবলে কিক মেরে খেলা দিবসের শুভ সূচনা করেন গোপীবল্লভপুরের এসডিপিও মাকয়ানা মিত কুমার সঞ্জয় কুমার, গোপীবল্লভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র, গোপীবল্লভপুরের আইসি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খেলা দেখার জন্য বর্গিডাঙা মাঠে জড়ো হন অসংখ্য মানুষ। জানা যায়, ঝাড়গ্রাম জেলার আটটি ব্লক থেকে চারটি ফুটবল দল ১৬ অগাস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ খেলবে। এরপর হবে দুটি দলের মধ্যে ফাইনাল খেলা।