নিশ্ছিদ্র নিরাপত্তায় ঝাড়গ্রাম

ইতিমধ্যে গোটা দেশ ৭৫ তম স্বাধীনতা দিবস পালনের জন্য উন্মুখ হয়ে আছে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কোথাও কোথাও

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : রাত পোহালেই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন। তার আগে এক সময়ের মাওবাদী অধ্যুষিত সারা জঙ্গলমহলের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল। এরাজ্যের ঝাড়খণ্ড, ওড়িশা সীমান্তবর্তী এলাকায় আধা সেনার টহলদারি যেমন বাড়ানো হয়েছে। চলছে নাকা চেকিং। ইতিমধ্যে গোটা দেশ ৭৫ তম স্বাধীনতা দিবস পালনের জন্য উন্মুখ হয়ে আছে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কোথাও কোথাও।

আরও পড়ুন-ওড়িশা দিয়ে আসছে ঝড়

পনেরোই অগাস্ট পর্যন্ত এই ধরনের নিরাপত্তা চলবে বলে পুলিশের এক মুখপাত্রের কাছ থেকে জানা যায়। ১৫ অগাস্টের আগে ঝাড়গ্রাম জেলায় কোনও নাশকতার ঘটনা যাতে না ঘটাতে পারে তার জন্য তৎপর হয়েছে রেল পুলিশ। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর বিভাগের বাংলা-ঝাড়খন্ড সীমান্তবর্তী সরদিয়া, গিধনী ঝাড়গ্রাম ইত্যাদি রেল স্টেশনে চলছে পুলিশ কুকুর নিয়ে, মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি। ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টার যাত্রীদের ব্যাগ, সুটকেসসহ জিনিস পত্র এমনকী রেল স্টেশনের ডাস্টবিন পর্যন্ত বোমা খোঁজা কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছেন ঝাড়গ্রাম জিআরপির পুলিশ কর্মীরা। ঝাড়গ্রাম জিআরপির ওসি ঈশ্বর মুর্মু জানান, ১৫ অগাস্টের আগে ঝাড়গ্রাম জেলার সরডিহা, গিধনী-সহ সমস্ত রেলস্টেশনে এইভাবে তল্লাশি চালানো হবে দুষ্কৃতীদের নাশকতা রুখতে। এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে চলছে নাকা চেকিং, টহলদারি।

Latest article