অশান্তি হলে দায় বাম-বিজেপির

পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে বাম ও বিজেপি। এদের মধ্যে গোপন বোঝাপড়াও হয়েছে। তৃণমূল কর্মীদের এজন্য সতর্ক থাকার বার্তা দিলেন প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়

Must read

প্রতিবেদন : পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে বাম ও বিজেপি। এদের মধ্যে গোপন বোঝাপড়াও হয়েছে। তৃণমূল কর্মীদের এজন্য সতর্ক থাকার বার্তা দিলেন প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়। শনিবার তিনি বলেন, অনুব্রতর গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে বদনাম করতে উঠে পড়ে লেগেছে বাম-বিজেপি দুই পক্ষই। চলছে গুড়-বাতাসা বিলি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই দুই দল প্ররোচনা দিচ্ছে। কোনওরকম অশান্তি হলে তার দায় বর্তাবে এদের উপরেই।

আরও পড়ুন-জঙ্গলমহলে খেলা দিবস পালিত হল

সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, দুলাল রায়, ত্রিদিব ভট্টাচার্যের মতো নেতৃত্বরা বিরোধীদের তোপ দেগে বলছেন, ‘‘গুড় বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম পড়বে।’’ তাদের এই বক্তব্যের বিরোধিতা করলেও সৌগত রায় স্পষ্ট জানান, যেভাবে সিপিএম এবং বিজেপি প্ররোচনা দিচ্ছে এটা তৃণমূল কর্মী-সমর্থকদের পক্ষে সহ্য করা মুশকিল। সিপিএম বিজেপি যদি তাদের কর্মীদের সতর্ক না করে তাহলে অশান্তি হবে। সেক্ষেত্রে দায় ওদেরই। একই সঙ্গে তিনি বলেন, ‘‘দু’জন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে তার জন্য ওরা নেচে নেচে গুড় বাতাসা বিলি করবে আর বলবে তৃণমূলের সবাই চোর। তৃণমূলের কর্মীরা কেন এটা সহ্য করবে। বরং দোষারোপ না করে যারা প্ররোচনা দিচ্ছে তাদের সতর্ক হওয়া উচিত।’’ পাশাপাশি ইডি-সিবিআইকে তোপ দেগে সৌগত বলেন, কেন্দ্রীয় সরকার বা বিজেপির লক্ষ্যই হল মানুষের সামাজিক সম্মান নষ্ট করা। ওরা কাউকে শাস্তি দিতে পারে না। ইডির সাফল্য ০.৫ শতাংশ। সিবিআই মাত্র ১ শতাংশ। করতে সামান্য বিষয়ে বাড়াবাড়ি করছে কেন্দ্রীয় সংস্থা। আরও বলেন, ‘‘যে মামলা অনুব্রতকে গ্রেফতার করেছে তার কোনও ভিত্তি নেই। সিবিআই প্রমাণ দিক অনুব্রতর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে?’’

Latest article