সংবাদদাতা, জলপাইগুড়ি : হাতে রং-তুলি নিয়ে পড়ুয়াদের ব্যস্ততা। দেওয়ালে, মেঝেতে সুন্দর নকশা। উৎসবের আদলে স্বাধীনতা দিবস পালনের তৎপরতা। স্কুলে ঢুকলেই মনে হবে পড়াশোনা ক্লাস রুমের বাইরে অনেকটাই হয়ে যায়। চিত্রটা ময়নাগুড়ি গার্লস হাই স্কুলের। স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা একসঙ্গে একাত্ম হয়ে মেতেছেন উৎসবে। স্কুলের ৭৫ বছর পূর্তি বলে কথা। বর্তমান এবং প্রাক্তনীরা এক হয়ে মজেছেন স্কুলের প্লটিনাম জুবিলি পালনে।
আরও পড়ুন-স্বাধীনতা দিবসে অভিষেকের বার্তা: বিভেদ-হিংসা-অবিশ্বাস-দমনের বিষ যারা ছড়াচ্ছে তাদের উপড়ে ফেলতে হবে
অগাস্ট মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে অনুষ্ঠান, চলতি বছরের ডিসেম্বর মাসে গিয়ে শেষ হবে ৭৫ বছর পূর্তি উৎসব। একে ঘিরেই উন্মাদনা গোটা স্কুলে। বর্তমান এবং প্রাক্তনীরা মিলে স্কুলের দেওয়ালে এঁকে ফেলেছেন পড়াশোনার বিভিন্ন বিষয়ের বিভিন্ন অংশ। কোনও দেওয়ালে বীজগণিতের বিভিন্ন ফরমুলা তো কোনও দেওয়ালে আর্কিমিডিসের সূত্র। কোনও দেওয়ালে আবার মানুষের পাচনতন্ত্রের ছবি, ঠিক তার পাশের দেওয়ালে টেলিস্কোপ এঁকে তার বিবরণ। এরকম নানান বিষয়ের ছবি এঁকে স্কুলের সমস্ত ক্লাস রুমের বাইরের দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে। তাদের সঙ্গে সমানভাবে কাজ করছেন স্কুলের শিক্ষিকারাও। স্কুলের প্রধান শিক্ষিকা পলি দাস জানালেন, আজ সোমবার ১৫ অগাস্ট সকালে একটি বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।