প্রতিবেদন : ১৫ অগাস্ট সকাল থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। লালবাজার সূত্রে খবর, রেড রোডকে (Red Road) প্রধানত ১৪টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনের দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার পদমর্যাদার সেই অফিসারদের সাহায্যে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা।
আরও পড়ুন-লুপ্তপ্রায় ড্যাংয়ের পুতুলনাচ মহিষমর্দিনী পুজোর আকর্ষণ
সকাল থেকে রেড রোড সংলগ্ন এলাকায় ১২০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। ওই পুলিশকর্মীদের নেতৃত্ব দেবেন ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার। অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকছেন রেড রোড চত্বরে। ওই চত্বরে নজরদারির জন্য ৬টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। ৩টি ক্যুইক রেসপন্স টিমের গাড়ি থাকছে।